ঈদগড়ে প্রাক্তন ছাত্র সংসদ’র ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১

কামাল শিশির, রামু :

ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশিপ ২১’ফাইনাল ম্যাচ ৪ ডিসেম্বর বিকাল ৪টায় করলিয়ামুরা মাঠে সম্পন্ন হয়েছে ।
প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে স্বাগতিক ঈদগড় করলিয়ামুরা ফুটবল একাদশ-কিংস ইলেভেন ঈদগাহ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ম্যান অব দ্যা ফাইনাল-জয়ী দলের রাহুল মার্মা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ইমরান। টুর্নামেন্ট সেরা গোলদাতা চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো: আবু হানিফ নির্বাচিত হন।

প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি নুরুল আবছার এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবনির্বাচিত ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো সহ সকল ইউপি সদস্য-সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আফসানা জেসমিন পপি। ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান, রশিদ নগর ইউপি চেয়ারম্যান এমডি শাহাআলম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসু উদ্দীন প্রিন্স ও চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার,
কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণত সম্পাদক রাজিবুল হক রিকু চৌধুরী, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নিতিশ বড়ুয়া,সাংবাদিক খালেদ শহিদ, সাংসদ এর ব্যাক্তিগত সহকারী একরামুল হক ইয়াছিন,

ঈদগড় ইউপি সদস্য যথাক্রমে-১ নং ওয়ার্ড খুরশিদ আলম, ২নং ওয়ার্ড মুবিন আলম, ৩নং ওয়ার্ড জসিম উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ড এম বেলাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড মোঃ রুবেল, ৬ নং ওয়ার্ড কামরুল আমিন কমরু, ৭ নং ওয়ার্ড মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড ছরওয়ার উদ্দিন, ৯ নং ওয়ার্ড রুস্তম আলী এবং সাংবাদিক জহির উদ্দিন খন্দকার,সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আলম তুহিন, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুল হুদা, ক্রিড়া সম্পাদক আশরাফ ছিদ্দিকি নাদের শাহ্ ও অন্যান্যরা।

সংবর্ধনা-পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক কামাল শিশির। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ইব্রাহিম খলিল, বেলাল আজম হেলালি ও সুজন।

অন্যদিকে খেলা শেষে ঈদগড় বাজারে অবস্থিত সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সহ অন্যান্যরা।
খেলায় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ ৫৪৯৯৯ টাকা এবং পরাজিত দলকে রানারআপ ট্রপিসহ নগদ ২১৯৯৯ টাকা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণসহ ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

সীমান্তবাংলা/রম/০৫ ডিসেম্বর ২০২১