ঈদগাঁও ও ইসলামাবাদে বনবিভাগের অভিযানে করাতকল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের আওতাধীন ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার এলাকায় আজ ২৫ আগস্ট একটি অবৈধ করাত কল উচ্ছেদ ও ২৫ টি গর্জন বল্লী জব্দ করা হয়েছে। অন্য অভিযানে ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার আউলিয়াবাদ এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে সদ্য নির্মিত একটি দালান ঘর উচ্ছেদ ক‌রা হয়। এ সময় ২৫ শতক জায়গা জবর দখলমুক্ত করা হয়। অভিযানে কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল দল ও ফাঁসিয়াখালী রেঞ্জের স্টাফগণ অংশ নেন।