ইয়াসমিন পারভীন তিবরিজী, বান্দরবানের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২০

বান্দরবানে প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন পারভীন তিবরীজি। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বান্দরবান নতুন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি প্রশাসন ক্যাডারে ২২তম বিসিএস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ইয়াসমিন পারভীন তিবরীজি তিন কন্যাসন্তানের জননী। তার পিতা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মায়ের নাম সৈয়দা হামিদা বেগম। তার স্বামী খালেদ বিন চৌধুরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়।