আগামীকাল শহরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৯, ২০২১

এন আলম আজাদ : কক্সবাজার শহরের প্রধান রাস্তার সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে বৈদ্যুতিক লাইন,খুঁটি সরানো,জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বিউবো এর অধীন পৌর শহরের বিভিন্ন এলাকার ১১ কেভি ফিডারের আওতাধীন আগামী ৩০ মে রবিবার সকাল ৬ঃ৩০টা থেকে বিকেল ৪ঃ৩০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজার পিডিবির সহকারী প্রকৌশলী উৎপল ভৌমিক কক্সটাইম ২৪ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,প্রধান সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্হানান্তর কাজ চলমান থাকবে।এই কারণে ঐ সমস্ত এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে।

কক্সবাজার শহরের যেসব এলাকায় বর্ণিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা গুলো হলো-দক্ষিণ হাজীপাড়া,দক্ষিণ ডিককুল,বার্মিজ মার্কেট থেকে পৌরসভা পর্যন্ত মেইন রোডের দক্ষিণ পার্শ্ব,বৌদ্ধ মন্দির রোড,বৈদ্যঘোনা,ঘোনার পাড়া,জেলা সদর হাসপাতাল রোড ও মোহাজের পাড়া,দক্ষিণ রুমালিয়ার ছড়া,পাহাড়তলী রোড,ইউসুলেরঘোনা,পাহাড়তলী বাজার,কচ্ছপিয়া পুকুরপাড় এবং হালিমাপাড়া সহ তৎসংলগ্ন এলাকা সমুহ।

সহকারী প্রকৌশলী আরো জানান,তারা পবিত্র রমজানে গ্রাহকদের কষ্টের কথা মাথায় রেখে যতটুকু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয় তাহলে পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ চালিয়ে যাবেন।তবে নিদিষ্ট সময়ের আগেই ঐ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়ার প্রাণান্তর চেষ্টা থাকবে বলেও জানান কক্সবাজার পিডিবির ঐ কর্মকর্তা।এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সহযোগীতা কামনা সহ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

সীমান্ত বাংলা ডেস্ক/২৯ মে /এডমিন/ইবনে যা

 

সংবাদটি শেয়ার করূন