আওয়ামী মৎস্যজীবি লীগকে আওয়ামীলীগের ভ্যানগার্ড আখ‌্যা দি‌য়ে‌ছেন -আশেক উল্লাহ এমপি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০
মোস‌লেহ উ‌দ্দিন, উ‌খিয়া : কক্সবাজার ২ আসনের এম পি আশেক উল্লাহ রফিক মৎস্যজীবি লীগকে বাংলা‌দেশ আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালনে প্রস্তুুত থাকতে সংগঠনটির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। ‌তি‌নি আস্থার সা‌থে বলেছেন, এ সংগঠন ত‌বেই পুর্নতা রুপ পা‌বে আওয়ামী লী‌গের সা‌থে একাত্বতা হ‌য়ে রাজ‌নৈ‌তিক মা‌ঠে সহযোগী সংগঠন হিসাবে  যখন কাজ কর‌বে তখন জননেত্রী শেখ হাসিনার মুল্যায়নের যথাযথ প্রতিদান হবে। তিনি গত সোমবার ২ অক্টোবর ম‌হ্খোলী কতুবজোম ইউনিয়ন মৎস্যজীবীলীগ কর্তৃক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আজিজুল হক চৌধুরীর গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ মতামত ব‌্যক্ত ক‌রেন।
ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে স্হানীয় ইউপি মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনার উদ্বোধন করেন উপজেলা সভাপতি আনছারুল করিম কোম্পানি।সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহেদ মোহাম্মদ সবরের সঞ্চালনায় এ সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান বি এ,মহেশখালীর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও স্হানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন।সভায় প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সহ সভাপতি মোঃ তৈয়ব।উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধনায় স্বাগত বক্তা ছিলেন।সংবর্ধনা শুরুর অনেক আগেই সংবর্ধনা স্হলের চারপাশে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী গগণবিদারী শ্লোগানে মুখরিত করে তোলে।আওয়ামীলীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে তৈরি মুলমঞ্চে সংবর্ধিত অতিথি আজিজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।উচ্ছসিত শ্লোগানে সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করা হয়।এ সময় আজিজ চৌধুরী জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে মুল্যায়িত করায় কৃতঙ্গতা জানান।এ সংবর্ধনায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হক নুরী,সহ সভাপতি দুলাল কান্তি দাশ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদ সহ আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।সংবর্ধনা শেষে দেশের শীর্ষ শিল্পীদের পরিবেশিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বীপবাসীর নজর কাড়ে।এদিকে আজ ৩ রা নভেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালন করেছে সংগঠনটি।