অপরাধ নিমূর্লে টেকপাড়াবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২

 

এম.এ আজিজ রাসেল
সম্প্রতি শহরের বৃহত্তর টেকপাড়া এলাকায় উদ্বেগজনকভাবে বেড়েছে নানা অপরাধ। অপরাধ করে দাপিয়ে বেড়াচ্ছে চিহ্নিত রোহিঙ্গারাও। অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো টেকপাড়ার মানুষ। তাই অপরাধ রোধে টেকপাড়াবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার (২৫ নভেম্বর) মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও রোহিঙ্গা নির্মূলে বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় বৃহত্তর টেকপাড়ায় মাদক ব্যবসায়ি, সন্ত্রাসী চাঁদাবাজ ও রোহিঙ্গাদের তালিকা করে প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় টেকপাড়া সমাজ কমিটি।

সমাজ কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুল খালেক। তিনি বলেন, টেকপাড়া বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভূগছে। যার কারণে বিভিন্ন অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠছে। সবাইকে সাথে নিয়ে তাঁদের সমূলে উৎপাটন করতে হবে। এখন আর প্রতিবাদ নয়, গড়ে তুলতে হবে প্রতিরোধ। তাছাড়া সন্তানদের নিয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, টেকপাড়া সমাজ কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন, পেশকার পাড়া সমাজ কমিটির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আবু আহমদ, নুরুল আলম, পূর্ব টেকপাড়া সমাজ কমিটির সভাপতি মফিজুর রহমান কোম্পানি, পশ্চিম টেকপাড়া সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ বখতিয়ার, টেকপাড়া সমাজ কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রফিক, বার্মিজ মার্কেট সমাজ কমিটির সভাপতি মুছা কলিম উল্লাহ, হাঙ্গর পাড়া সমাজ কমিটির সভাপতি সাইদুল আলম সাইদু, ব্যাংকার বেলাল ও সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসিফুল করিম আসিফ।

এসময় বৃহত্তর টেকপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।