অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের তৃতীয় বর্ষ অনার্স (২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী) নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বলেন, যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছে, সেসব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি, সেসব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের অপশন ঢুকে জানা যাবে।