শাহীন মঈনুদ্দীন : কক্সবাজারে সরকারী কলেজের সামনে ৮০ হাজার পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার।
১৬ সেপ্টেম্বর র্যাব ১৫, কক্সবাজারের একটি চৌকশদল গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সরকারী কলেজের গেইটের সামনে কক্সবাজার-রামু মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে নাজমুল হুদা (৩০)রোহিঙ্গা, পিতা- মৃত কলিম উল্লাহ, মাতা- মৃত রহিমা খাতুন, কুতুপালং, ২ নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-অ, উখিয়াও মোঃ শরিফ (৪২), পিতা- ছলিম উল্লাহ মেম্বার, মাতা- রাবেয়া বেগম, চেইন্দা খন্দকারপাড়া, রামু, জেলা- কক্সবাজারকে ধৃত করে মডেল থানায় সোপর্দ করা হয় ।
সীমান্ত বাংলা/১৮সেপ্টেম্বর/ইবনে যায়েদ
419
Leave a Reply