সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ বাড়ীর চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও শেষ রক্ষা হয়নি ইকবালের । ৩১ বারের মতো জেল কাটতে যাচ্ছেন মাদক কারবারী ডাইল ইকবাল।
যখনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে যান তিনি আগে থেকে সতর্ক হয়ে গা ঢাকা দেন। আর সহজে গা ঢাকা দিতে তিনি বিশেষ কায়দায় তৈরী করা জানালা দিয়ে পিছনের বাড়ির ছাদে উঠে পালিয়েও গিয়েছিলেন বেশ কয়েকবার। এতোসব করেও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এসি দত্ত লেইনের ‘ডাইল’ ইকবাল।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে ডাইল ইকবালকে মেনকা স্কুলের পাশে এসি দত্ত লেইন গলির মুখে রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ আকট করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডাইল ইকবাল কোতোয়ালী থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তিনি বাড়ির চারপাশে সিসি ক্যামরা স্থাপন করে আমাদের গতিবিধি অনুসরণ করতেন। মঙ্গলবার রাত ৯টায় কৌশলে তাকে আমরা আটক করি। আটকের সময় তার পকেটে ৫০ পিস ইয়াবা ছিল। অর্ধ ডজনের বেশী মাদক মামলার এই আসামী এ পর্যন্ত ৩০ বারের বেশী কারাভোগ করেছেন।’
( সুত্রঃ চট্রগ্রাম প্রতিদিন/ ২২ অক্টোবর ২০২০)