ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

৩০ বার জেল কাটার পর ও মাদক ব্যবসা ছাড়েনি ইকবাল। এবার ৩১ তম জেল।

News Desk
অক্টোবর ২২, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ বাড়ীর চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও শেষ রক্ষা হয়নি ইকবালের । ৩১ বারের মতো জেল কাটতে যাচ্ছেন মাদক কারবারী ডাইল ইকবাল।

যখনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে যান তিনি আগে থেকে সতর্ক হয়ে গা ঢাকা দেন। আর সহজে গা ঢাকা দিতে তিনি বিশেষ কায়দায় তৈরী করা জানালা দিয়ে পিছনের বাড়ির ছাদে উঠে পালিয়েও গিয়েছিলেন বেশ কয়েকবার। এতোসব করেও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এসি দত্ত লেইনের ‌‘ডাইল’ ইকবাল।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে ডাইল ইকবালকে মেনকা স্কুলের পাশে এসি দত্ত লেইন গলির মুখে রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ আকট করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডাইল ইকবাল কোতোয়ালী থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তিনি বাড়ির চারপাশে সিসি ক্যামরা স্থাপন করে আমাদের গতিবিধি অনুসরণ করতেন। মঙ্গলবার রাত ৯টায় কৌশলে তাকে আমরা আটক করি। আটকের সময় তার পকেটে ৫০ পিস ইয়াবা ছিল। অর্ধ ডজনের বেশী মাদক মামলার এই আসামী এ পর্যন্ত ৩০ বারের বেশী কারাভোগ করেছেন।’

( সুত্রঃ চট্রগ্রাম প্রতিদিন/ ২২ অক্টোবর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।