
সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ চট্রগ্রামে, ঢাকা চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ টি স্বর্নের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে র্যাব-৭ । এ সময় তাদের সাথে একটি প্রাইভেটকার ও জব্দ করা হয়। গ্রেফতার হওয়া মো. নুরুল ইসলাম (৫৭) হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকার মৃত জহির আহাম্মদের পুত্র।
স্বর্ন পাচারকারী ব্যক্তিটি স্বর্ণের বার নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছে এমন খবর পেয়ে র্যাব অভিযান শুরু করে। এক পর্যায়ে মহাসড়কের ফেনী সদর এলাকায় প্রাইভেটকারটি আটক করে র্যাব। পরে গ্রেফতার নুরুল ইসলামের দেখানো মতে, কারের ভেতরে লুকানো ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৮ নভেম্বর ২০২০)