১৪৫ টাকা মজুরী নির্ধারণ করে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২

 

ডেস্ক নিউজ ;
অবশেষে চা শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার চা শ্রমিকদের নতুন ভাবে দৈনিক মজুরী ১৪৫ টাকা নির্ধারনের মাধ্যমে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে আটদিন ধরে চলা চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

ধর্মঘটের অষ্টম দিনে শনিবার (২০ আগস্ট) বেলা তিনটায় সরকারের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল এ ঘোষণা দেন।

নিপেন পাল বলেন, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছেন।

বেলা তিনটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর। বৈঠকে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং চা-শ্রমিকদের পক্ষে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।