ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে কৃষকদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

“যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন” এ স্লোগান নিয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার কৃষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকরা ১০টি দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো- কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ, সার কিটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক, পঙ্গু, অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রির ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, কৃষি পণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার আহবায়ক মোঃ অলিউল্লাহ ভূঞা, রায়পুরা উপজেলার আহবায়ক মোঃ আলী হোসেন, শিবপুর উপজেলার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়নের আহবায়ক আতিকুর রহমান আতিক, আমিরগঞ্জ ইউনিয়নের আহবায়ক মাইন উদ্দিন ভূইয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।