সম্প্রতি বেশ কিছু ফিচারের অফার দিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া ম্যাসেজিং প্লাটফর্মের এই অ্যাপটি নিত্য নতুন ফিচার সংযুক্ত করে যাচ্ছে। এ সকল ফিচারগুলো আপনার জানা নাও থাকতে পারে। এজন্য আপনার জানার সুবিধার ক্ষেত্রে আমরা কিছু ফিচারের নাম উল্লেখ করছি। এ ফিচার ব্যবহারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আপনি আরও স্বচ্ছন্দবোধ করবেন।
১. ফোন ছাড়াই হোয়াটসঅ্যাপের বহুমুখী ব্যবহার
মাল্টি ডিভাইজ বেটা পোগ্রাম চালু করেছে হোয়াটসঅ্যাপ। সেটিংয়ে গিয়ে লিংকড সিলেক্ট করলেই দেখা যাবে। এজন্য ফোন ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে চারটি ডিভাইজে ব্যবহার করার সুযোগ রয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপে একবার সংযুক্ত হয়ে নিলে ফোনে ইন্টারনেট না থাকলেও ১৪ দিন পর্যন্ত চলবে।
২. ক্রিয়েট কাস্টমাইসড স্টিকার্স অ্যাপ
এক্ষেত্রে অনলাইন থেকে নিজের মতো করে স্টিকার্স ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যদিও ফিচারটি ডেস্কটপ ভার্সনে রয়েছে, কিন্তু মোবাইলে ভার্সনে এখনও চালু হয়নি। এ ফিচার ব্যবহারের জন্য পেপার ক্লিপ আইকনে ক্লিক করুন এরপর স্টিকারে ক্লিক করুন। এখান থেকে যে কোনো ফটো এবং ইমোজি আপলোড করে নিজের মতো করে এডিট করে ব্যবহার করুন।
৩. একসঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে সব ছবি ডাউনলোড করুন
এজন্য শুরুতে যে ব্যক্তি বা গ্রুপ থেকে আপনাকে ছবি পাঠানো হয়েছে তা ওপেন করুন, তারপর ওপরে থাকা তিনি ডটে ক্লিক করুন। এরপর সিলেক্ট ম্যাসেজে ক্লিক করুন, পরে যে ছবিগুলো ডাউনলোড করতে চান তার ওপর টিক দিন। ডানপাশের দিকে নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করুক। তাহলেই সব ছবি একসঙ্গে ডাউনলোড হবে। এটি শুধু ডেস্কটপ বা ল্যাপটপে করা যাবে। মোবাইলে সম্ভব নয়।
৪. একবার মিডিয়া দেখুন
এই ফিচারের মাধ্যমে কারো কাছে কোনো ভিডিও কিংবা ছবি পাঠালে সে তা অন্য কারো কাছে শেয়ার করতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলে আর দেখাও যাবে না।
৫. নোটিফিকেশন নিয়ন্ত্রণ
অনেক সময় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বিরক্ত লাগতে পারে। এক্ষেত্রে নোটিফিকেশন বন্ধ রাখতে চান, এজন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রোফাইল পিকচারের পাশে থাক তিনটি ডট বিশিষ্ট আইকনে ক্লিক করুক। তারপর সেটিংসে গিয়ে নোটিফিকেশন বন্ধ করে দিন। আবার চালু করতে একই প্রক্রিয়া অবলম্বন করুন।
৬. অটো কনফিগার ডাউনলোড
হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে অনেক সময় অপ্রয়োজনীয় ছবি, ভিডিও অটোমেটিক ডাউনলোড হতে থাকে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সেটিংসে গিয়ে অটোডাউনলোড কনফিগার বন্ধ করে দিতে পারেন। কিংবা চাইলে নিজের ব্যবহৃত ফোনের যে কোনো ফোল্ডারে স্টোরেজ করে রাখতে পারেন। এজন্য WhatsApp > tap on the three-dotted button > Settings > Storage and data > Media auto-download.
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস