ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে হতদরিদ্র শীতার্ত হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। সোমবার বিকালে ঝিনাইদহ সদর থানা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার ও সদর থানার ওসি মঈন উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঝিনাইদহ শহরের ৫৬ জন হিজড়াকে কম্বল দেওয়া হয়। পুলিশ সুপারের দপ্তর থেকে গত কয়েকদিন ধরেই ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণ করা হচ্ছে।
এছাড়া হরিণাকুন্ডুতে দুস্থদের তালিকা করে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।