
মোসলেহ উদ্দীনঃ কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল ৮টার দিকে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের পার্শবর্তী সড়কে এ দুর্ঘঠনা ঘঠে। নিহত ব্যক্তির নাম মোঃ লোকমান হাকিম (৮০)। সে উখিয়ার ঘিলাতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রতেক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই ট্রাক পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত লোকমান হাকিম উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের ফুফাতো ভাই এবং সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন মাসু র পিতা বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘঠনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
( সীমান্তবাংলা/ ১৪ নভেম্বর ২০২০)