ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

News Desk
জুন ৮, ২০২৪ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এ খাতে এগিয়ে আসতে হবে।তাহলেই মানুষ তার কাঙ্ক্ষিত স্বাস্থসেবা পাবে।

শুক্রবার (৭ জুন) রাতে পুরান ঢাকার মিটফোর্টে ৫০ শয্যাবিশিষ্ট ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভালো ভালো চিকিৎসক, নার্স রয়েছেন। আধুনিক সব মেশিনপত্র রয়েছে। চিকিৎসার পাশাপাশি সবাই মিলে রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিলে আমাদের রোগীরা আর চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না। আমি আশা করছি, ম্যাক্সএইড হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির ওপর গুরুত্ব দেবেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সুলভ মূল্য ও আন্তরিক সেবার মধ্য দিয়ে সেই মৌলিক অধিকারকে পুরান ঢাকার মানুষদের মাঝে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করবে ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেড।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমার সংসদীয় এলাকার মানুষের স্বাস্থসেবার কথা বিবেচনা করে এমন আধুনিক একটি হাসপাতাল চালু করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, পুরান ঢাকার অধিবাসীরা এই হাসপাতালের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত স্বাস্থসেবা পাবেন।

সভাপতির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, দোহার- নবাবগঞ্জের কয়েকজন ব্যবসায়ী মিলে মানবসেবায় এমন একটি প্রতিষ্ঠান চালু করার জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ মোহাম্মদ আলমগীর ও হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।