স্বাধীনতা দিবস উপলক্ষে বাউয়েট প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউয়েট প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর প্রত্যেক শ্রেণিকক্ষে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট শাখার সভাপতি মাশরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ওয়ালিদুর রহমান এর সাথে কথা বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৫০ এর বেশি শিক্ষার্থী উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং ভবিষ্যতে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে এরকম আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তারা।