প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৯:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
কামরুন্নাহার মুশতারী 🕐
নীল আকাশে কালচে ভাব
বিষণ্ণতা লাগছে খুব
ফিলিস্তিনের দৃশ্য দেখেও
যায় কী বলো থাকা চুপ?
বিমান চলার শব্দ শুনে
বুকটা করে ধুকধুক,
ইহুদিদের গুলি-বোমায়
ঝাঁঝরা হচ্ছে লাখো বুক।
বস্ত্র-বাড়ি-ঘুমের জায়গা
জন্মও এই ভূমিতে,
তবুও কেন পরাধীনতায়
থাকতে হয় এ মাটিতে।
শিশু-বৃদ্ধ; কিশোর-তরুণ
লাশ হতে হয় প্রতিদিন,
তাইতো এবার করছি শপথ
স্বাধীন করবো ফিলিস্তিন।