
এন আলম আজাদ কক্সবাজার
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কক্সবাজার জেলা শাখার পুনঃ নির্বাচিত সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরী বলেছেন,৭৫ পরবর্তী জাতীর কঠিন দুঃসময়ে জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে দেশে ফিরে না আসলে এদেশ কখনো স্মাট বাংলাদেশের স্বপ্ন দেখত না।তিনি দেশে ফিরেই এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামরিক জেনালেরদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।তার হাত ধরেই সোনার বাংলা আজ উন্নয়নের রোলমডেলে প্রতিষ্ঠিত।গতকাল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।জেলার সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত করেন মৎস্যজীবীলীগ নেতা আবুল কালাম আজাদ। অন্যন্যের মধ্যে সাবেক সহসভাপতি মোঃ তৈয়ব সাংগঠনিক সম্পাদক নুরুল আলম আজাদ,জেলা নেতা আবদুল হান্নান কামাল, আমান উল্লাহ, নাছির উদ্দীন, শফিক আহমেদ,সাবেক পৌর সভাপতি ফোরকান আজাদ, সদস্য সচিব জাহেদুল ইসলাম মানিক,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আজাদ, আরমান উদ্দিন মহেশখালী পৌর সভাপতি এম শাহাবুদ্দিন ঈদগাহ উপজেলা নেতা নুরুল আজিম সোনামিয়া,রফিকুল ইসলাম কাজল,মোঃ ছৈয়দুল হক ও উখিয়ার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আগামী ২২ মে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনে কক্সবাজার জেলার প্রস্তুতি সম্পর্কে বলেন,ঝাঁকঝমক ও আড়ম্বরপূর্ণ আয়োজনে এবার দিবসটি পালিত হবে।এ উপলক্ষে ইতিমধ্যে বৃহত্তর পরিসরে কর্মসূচির অধীন র্যালি সহ নানা সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কর্মসূচি সফলে নেতাকর্মীদের উপস্থিতির উপর জোর দিয়েছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ।