সোনার বাজারে স্থিতিশীলতা আসছে না। দাম বৃদ্ধির সাত দিনের মাথায় সোনার দর ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। নতুন দর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সর্বশেষ গত শুক্রবার সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি করছিল জুয়েলার্স সমিতি। সাত দিনের ব্যবধানে আজ সেই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির নেতারা যুক্তি দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশের ক্রেতাসাধারণের কথা চিন্তা করে দাম কমানো হয়েছে।
জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম কমানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকার কিনতে ৫১ হাজার ৭৮৯ টাকা লাগবে গ্রাহকদের।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply