সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির বর্ধিত সভা ২৫ ডিসেম্বর বিকেলে ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষভোটে সময়ের কন্ঠস্বর প্রতিনিধি আবদুল্লাহ রিয়েল সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন এসআরইউ’র প্রধান উপদেষ্টা ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ। সভায় সাবেক সভাপতি বাহার উল্লাহ’র সভাপতিত্বে ও ইকবাল হোসাঈনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী হানিফ, রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সহ সভাপতি সাহেদ সাব্বির , যুগ্ন সাধারন সম্পাদক মহি উদ্দিন খোকন, নির্বাহী সদস্য কমরেড আবু তাহের, জহিরুল হক সজীব, নুরুল আবছার সোহাগ, কাজী মাসুদুল হক, আফতাব হোসেন ভুঞা, তাওহিদুল ইসলাম আদনান, মো. মুরাদ, আবদুর রহিম রুবেল প্রমূখ।