
সীমান্তবাংলাঃ ২৫ অক্টোবর রবিবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের সাথে ভেসে গেছে এক মাদরাসায় পড়ুয়া ছাত্র। কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্টে এ ঘটনা ঘটে।
সৈকতের লাইফ গার্ড কর্মীদের মারফত জানা যায়, জাহেদুল ইসলাম (১১) নামের ওই কিশোর তার আরো তিন বন্ধুসহ সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা ঢেউয়ের পানিতে ভেসে যেতে থাকলে লাইফ গার্ড কর্মীরা তিনজনকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে যায় কিশোর জাহেদুল। কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা জাহেদুল স্থানীয় একটি মাদরাসায় পবিত্র কোরআন হেফজ পড়তেন।
( সীমান্তবাংলা / শা ম/ ২৬ অক্টোবর ২০২০)