এম.কলিম উল্লাহ :
কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর কক্সবাজার আগমন উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন আয়োজন করে।
সাংগঠনিক বিভাগীয় উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ কাউসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরার সদস্য ও জেলা সভাপতি মুহাম্মদ মোর্শেদ কারিমী।
সৈকতের বালিয়াড়িতে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা শিক্ষা উপকরণের মূল্য হ্রাস, অতিদ্রুত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও ছাত্রদের নৈতিক চরিত্রের মানোন্নয়নসহ ছাত্রবান্ধব বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন কায়ছার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুনাইদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান আরিফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরানুল হক, অর্থ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক টিম প্রধান মুহাম্মদ নেজাম উদ্দীন, দফতর সম্পাদক আশেক উল্লাহ, কওমীয়া মাদ্রাসা সম্পাদক ইয়াসিন আরফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ ফয়সাল, কলেজ সম্পাদক রেজাউল করীম, স্কুল সম্পাদক মুহাম্মদ জুবাইর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ হারুন ও জেলা সদস্য মুহাম্মদ মুহাম্মদ হারুন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
( সীমান্তবাংলা/ ২২ ডিসেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply