শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
কক্সবাজারে বৃষ্টির রেকর্ড ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃ’ত্যু কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য জনতা জুটমিল বন্ধ ঘোষণা নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন উখিয়ায় অরক্ষিত গ্যাস সিলিন্ডার বিক্রির হিড়িক, আইনের কোন বালাই নাই সিলেটে বিমান থেকে উখিয়ার সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক।  বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে ” মুহাম্মদ শাহজাহান
সেই গার্মেন্টস মালিককন্যার রাজকীয় বিয়ে

সেই গার্মেন্টস মালিককন্যার রাজকীয় বিয়ে

চট্টগ্রামের আলোচিত গার্মেন্টস মালিককন্যা সাইকা তাফাননুম প্রীতির বিয়ে সম্পন্ন হয়েছে। নগরীর নেভি কনভেনশন সেন্টারে রোববার (৫ জানুয়ারি) ছিল চমকপ্রদ আয়োজন। এদিনও গার্মেন্টস শ্রমিকদের সরব উপস্থিতি ছিল।

এই আয়োজনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ প্রমুখ।

প্রীতির বাবা এস এম আবু তৈয়ব বলেন, অবশেষে দেশবাসীর দোয়ায় আমার মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আসলে শ্রমিকদের সঙ্গে নিয়ে গায়ে হলুদের বিষয়টিও প্রচার হোক তা আমি কখনোই চাইনি। এটি একান্তই আমার পারিবারিক সিদ্ধান্ত ছিল। বিয়ের মূল আয়োজনে আমাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে ছিল রাজকীয় আয়োজন। পুরো কনভেনশন সেন্টারকে সাজানো হয় রাজমহলের আদলে। প্রায় দুই হাজার মানুষের আয়োজন ছিল বিয়েতে। বিয়েতে যেমন সমাজের উঁচু তলার মানুষরা এসেছিলেন, তেমনি এসেছিলেন তার কারখানার কর্মকর্তা-কর্মচারীরাও। খাবারের মেন্যুতে ছিল পোলাও, কোপ্তা, গরু ও মুররির রেজালা আর পুডিং। খাবারের পর রাখা হয় ৫২ ধরনের মসলাসমৃদ্ধ পান। একই মেন্যু ছিল গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের জন্যও।

এর আগে শহরের নাসিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। অনুষ্ঠানে নিজ কারখানার দেড় হাজার শ্রমিককে নিমন্ত্রণ করেছেন এস এম আবু তৈয়ব। শুধু তাই নয়, সব শ্রমিককে একই ডিজাইনের পোশকও উপহার দেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions