৪ দিনে ৪ শিশু নিখোঁজ!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২

 

নিজস্ব প্রতিনিধি 

সিলেটের হবিগঞ্জ থেকে গত চার দিনে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। হারিয়ে যাওয়া শিশুদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

এ ব্যপারে হারিয়ে যাওয়া শিশুদের বিষয়ে অভিভাবকরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু কোনো শিশুরই এখনো হদিস পাওয়া যায়নি।

এদিকে একের পর এক শিশু নিখোঁজের ঘটনায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতংক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, গত ২২ অক্টোবর চুনারুঘাট পৌর শহরের বাসা থেকে বের হলে লিজা আক্তার নামের এক শিশু নিখোঁজ হয়। লিজা আমকান্দি গ্রামের কবির মিয়ার কন্যা। সে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শেণির ছাত্রী।

বুধবার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে আল আমিন নিখোঁজ হয়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়তো।

একই দিন দেওরগাছ গ্রামের ফরিদ মিয়ার ছেলে তানভীর (৮) নিখোঁজ হয়ে যায়। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

এদিকে সীমান্ত ইউনিয়ন গাজীপুরের বাসুল্লা গ্রাম থেকে ১০-১২ বছরের এক শিশুকে মতিভ্রম অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসী। সে একেক বার একেক নাম ঠিকানা বলে যাচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগেও বহু শিশু চুনারুঘাট থেকে হারিয়ে গেছে। ২-৩ মাস পর কোনো কোনো শিশু বাড়ি ফিরেছে বিপর্যস্ত অবস্থায়। অনেকের কোনো সন্ধানই মেলেনি। ঘন ঘন শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।