সিলেটে সিগনাল ভুল করে একই লাইনে ঢুকে পড়ায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘঠনা ঘঠেছে। । এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচল বন্দ্ব রয়েছে বলে জানা গেছে।
সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
( সীমান্তবাংলা/ শা ম/ ৩০ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply