ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে রায়হান হত্যাকান্ডে র‍্যাবের তদন্ত চায় তার পরিবার

News Desk
অক্টোবর ১২, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যার অভিযোগের ঘটনায় র‌্যাবের কাছে তদন্ত কাজ দেওয়ার দাবি জানিয়েছেন নিহত রায়হানের পরিবারের সদস্যরা ।

গনমাধ্যমের সাথে আলাপকালে তারা বলেন, পুলিশ রায়হানকে হত্যা করেছে । সুতরাং পুলিশের হাতে এই তদন্ত কখনো নিরপেক্ষ হবে না । আমরা নিরপেক্ষ তদন্ত চাই । এজন্য র‌্যাবের হাতে তদন্ত দেওয়ার দাবি জানান তারা।

নিহত রায়হানের চাচা হাবিবুল্লাহ বলেন, এটি একটি অমানবিক কাজ । এটি হতেই পারে না । আমরা নিরপেক্ষ তদন্ত চাই । প্রয়োজনে আমরা র‌্যাবের সহযোগিতা চাই । আমরা র‌্যাবের কাছে যাব ।

নিহত রায়হানের মা বলেন, আমার ছেলে কোন ছিনতাইকারী নয় । তাকে পুলিশ ধরে নিয়ে হত্যা করেছে । পুলিশ মানুষের সেবক কিন্তু সেই পুলিশই আজ হত্যা করলো । দশ হাজার টাকার জন্য তারা আমার ছেলেকে হত্যা করেছে । রায়হানের দুই মাসের একটি শিশু রয়েছে । আমি মা হিসেবে কিভাবে তা সহ্য করবো ।

এসময় তার নিহত রায়হানের ছোট বোন বিলাপ করে বলেন, আমার ভাই হত্যার বিচার চাই । প্রধানমন্ত্রীর কাছে ভাই হত্যার বিচার চান তিনি । এসময় তারা অভিযোগ করেন, এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি ।

বিষয়টি সম্পর্কে এসএমপির উপ কমিশনার জ্যোতির্ময় সরকার (মিডিয়া) বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে । এসএমপির ডিসি নর্থকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্ত রিপোর্টের ভিত্তিতে অপরাধ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে ।

সীমান্তবাংলা নিউজ ডেস্ক/ ১২ অক্টোবর ২০২০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।