প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৭:৪৩:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ;
পূর্ব শত্রুতার জেরে সিলেটের গোয়াইনঘাটে গ্রামবাসী আবদুল কাদের নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে। তারা জবাই করেই কান্ত হননি, পরে আবদুল কাদেরের বসতঘরেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবদুল কাদের সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আবদুল খালিকের পুত্র। নিহত আব্দুল কাদের চার বছর আগের একটি হত্যা মামলার আসামি ছিলেন।
শুক্রবার (১৫ জুলাই) রাতে আগের হত্যাকান্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকান্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেয়া মূল আসামি লুৎফুরকে গ্রেপ্তার সহ খুনের সময় ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো- শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন, বেলায়েত হোসেন, কাজী কামাল, আবদুন নুর জসীম উদ্দীন, হাবিবুল্লাহ মিসবাহ, অলিউল্লাহ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
শাম/ সীমান্তবাংলা