সিরাজদিখানে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
“মহামারি কেভিট-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনসংখ্যা দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে করোনা মহামারীর কারণে ঝুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। এছাড়া জুমে আরো অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো.বদিউজ্জামান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, আরাফাত হোসেন, পরিবার পরিকল্পনা লতব্দী ইউনিয়ন মাহমুদুল হাসান মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ফিল্ড কর্মীদের ছাতা, ব্যাগ ও স্যানিটাইজার বিতরণ করা হয়।