ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ বেইলি সেতু থেকে পড়ে সাহেব আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু 

News Desk
জুন ১০, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

সিরাজগঞ্জ সদরে পরিত্যক্ত একটি বেইলি সেতু থেকে পড়ে সাহেব আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের মৃত মঙ্গন আলীর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাতের আঁধারে সাইকেলে করে পরিত্যক্ত বেইলি সেতু পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। তবে সেতুতে পাটাতন না থাকায় পানিতে পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত বেইলি সেতুর পাটাতন কয়েকদিন আগে থেকেই ওঠানো ছিল। এ অবস্থায় রাতের আঁধারে সাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় তিনি পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।