রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারি আটক ।

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

 

মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ১৫ কেজি_গাঁজাসহ ০৪ জন মাদক কারবারি আটক করা হয়
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ ২৪/০২/২০২৪ তারিখ সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১। মোঃ সামসুল ইসলাম (৩২), পিতা- মৃত হোসেন আলী, মাতা- মোছাঃ ছাবেদা, সাং-নাখারগঞ্জ, থানা-নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম, ২। মোঃ আব্দুল জব্বার (৩২), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা- মোছাঃ হাজেরা বেগম, ৩। মোঃ আব্দুল মালেক (২৫), পিতা- মোঃ নুর ইসলাম, মাতা- মৃত মালেকা বেগম, উভয় সাং- চরভগবতীপুর, উভয় থানা ও জেলা- কুড়িগ্রাম, ৪। মোঃ মোমিন বাবু (৩০), পিতা- মৃত আসমত আলী সরকার, মাতা- মৃত মালেক বেগম, সাং-সূবর্ণসাড়া, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদের হেফাজত হইতে সর্বমোট ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর

Sponsered content