মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১২ এর অভিযানে সিরাজগঞ্জে ভাই এর হাতে ভাই খুনের ঘটনায় নিহতের ভাই পলাতক মজনু মিয়া আটক। ০১ নভেম্বর ২০২৩ ইং সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল “বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা মোড়ে ভাই-বোন ক্লিনিকে” অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মজনু মিয়া (৫০) কে আটক করে।
আটক মজনু মিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সড়াতৈল গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আাসামি মোঃ মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি বণ্টন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯-১০-২০২৩ তারিখ রবিবার দুপুরে তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে আসামি মজনু ও তার ভাই মারামারিতে জড়িয়ে পরে এবং মজনু তার লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে। আহত অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটক আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে