
সীমান্তবাংলাঃ সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব-১২’র একটি দল। ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে চলছে র্যাব-পুলিশের যৌথ অভিযান।
বিষয়টি জানিয়েছেন র্যাব–১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র্যাবের আরও টিম আসছে। ঢাকা থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।
( সুত্রঃ একুশে টিভি/ ২০ নভেম্বর ২০২০)