মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে টি-শার্ট ও লুঙ্গি পড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার মান্নান নগর বাজারের পুর্বে ৭ নম্বর ব্রিজের এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর বাজারের পূর্বে ৭ নম্বর ব্রিজ এলাকায় লিংক রোডের পাশে রাস্তার পাশে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ পরে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরে আলম জানান, অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মরদেহটির সুরতহাল রিপোর্ট লেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply