সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন পত্রিকার প্রকাশ প্রসঙ্গে। বিষ্মিত স্বরাষ্ট্রমন্ত্রী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

সীমান্তবাংলাঃ সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কীভাবে পত্রিকায় প্রকাশ পেল সেটা জানেন না বলে জানিয়েছেন  বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
‌তিনি বলেন, ‘এ প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল সেটা আমার জানা নেই। এটা কতখানি সত্য বা কতখানি সত্য নয় এটা আমরা এখন বলতে পারব না, আমরা যেহেতু পড়িনি। আমরা পড়ব তারপর বলব এটা সত্য কি না।’

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এটা যে প্রকাশ করেছেন বা তথ্য সরবরাহ করেছেন, আমি মনে করি কাজটি সঠিক করেননি।’