ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

সাগর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: পুলিশ, দখলদার সংঘর্ষে আহত ১০

News Desk
অক্টোবর ১৭, ২০২০ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত বাংলাঃ কক্সবাজার বীচে অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে অভিযান পরিচালনার সময় পুলিশ ও দখলদারদের সাথে সংঘর্ষের ঘঠনা ঘঠেছে।

উচ্চ আদালতের নির্দেশানুযায়ী কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ ভাবে গড়ে উঠা ৫২ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে পুলিশ ও দখলদারদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার ১৭ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাহেদ বিষয়টি নিশ্চিত করেন। আহত সাংবাদিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাহেদ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আজ যৌথভাবে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে গেলে এগুলোর মালিক এবং দখলদারেরা জড় হয়ে প্রথমে উচ্ছেদে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। অবৈধ দখলদারেরা এ সময় তারা বুলডোজারের সামনে শুয়ে পড়ে এবং পুলিশের ওপরে চড়াও হয়।

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে অবৈধ দখলদারদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এতেও অবৈধ দখলদাররা না সরলে পুলিশ প্রায় ২০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

এখনো উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সরকারের উপসচিব এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার মো. শাহরিয়ার মুক্তার এবং কক্সবাজার সদর থানার ওসি শেখ মনিরুল।

( সীমান্তবাংলা/ শা ম/ ১৭ অক্টোবর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।