সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে কোনোরকম বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, ‘ভোটকেন্দ্রে সাংবাদিকরা অবাধে প্রবেশ করতে পারবেন। তাদের কোনো প্রকার বাধা দেয়া হবে না।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সবকিছুই করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেয়া হবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
আদালত কর্তৃক আগের গ্রেফতারি পরোয়ানা না থাকলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের গ্রেফতার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি নির্বাচনের প্রার্থী বা সমর্থকদের যদি আগের কোনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকে, তাহলে তাদের গ্রেফতার করা যাবে না। তবে কোনো ব্যক্তি যদি নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সে ক্ষেত্রে রাষ্ট্র বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন।’
তিনি বলেন, ‘কমিশন সোমবার (৬ জানুয়ারি) যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী মঙ্গলবার (৭ জানুয়ারি) আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি।’ যোগ করেন, ‘আমরা সম্ভবত আগামী ২২ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করব, তখন তাদের আরো নির্দেশনা দেয়া হবে।’
টিনিউজ/এইচআর
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply