পাবনার সাঁথিয়ায় সড়ক দুূর্ঘটনায় টুটুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরবাড়ি- বগুড়া-পাবনা মহাসড়কে কাশিনাথপুর সাটিয়াকোলা খানকা শরীফ এর সামনে ঘটনাটি ঘটে।
টুটুল কাশিনাথপুর ছাতকবরাট গ্রামের বন্দের আলীর ছেলে। ঘটনায় আহত হয়েছে আহম্মাদপুর গ্রামের শাহরিয়ার শুভ (১৮), কাশিনাথপুর চরপাড়া গ্রামের নবীর (২৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টুটুল ও তার দুই বন্ধু কাশিনাথপুর বেঙ্গল মিট হতে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। এসময় নগরবাড়ি থেকে ছুটে আসা বগুড়াগামী বাস খানকা শরীফ এর সামনে আসলে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিনাথপুরে যেতেই একজনের মৃত্যু হয়। শাহরিয়ার শুভ রাজশাহী মেডিকেলে এবং নবীর পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা আরও জানান, কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের দুই পাশে বিভিন্ন স্থানে এলোমেলোভাবে ফেলে রাখে। এতে অনেক সময় পথযাত্রী ছোট ছোট যানবাহন রাস্তার নিচে নামতে পারে না। এ দুর্ঘটনার স্থানেও রাস্তার পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটি ছিল।
পুলিশ সার্জন (মাধপুর হাইওয়ে) আমিনুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
টিনিউজ/এফএইস
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply