সাঁথিয়ায় উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০

পাবনার সাঁথিয়ায় উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে নতুন বই বিতরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মসুচি উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ ও বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান,প্রধান শিক্ষক আজিবর রহমান প্রমুখ। জানা গেছে,উপজেলায় প্রাথমিক পর্যায়ে সরকারী,কেজি ও এনজিও স্কুল মিলে ২’শ ৭৫টি বিদ্যালয়ে ৫০হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ২লাখ ৫০হাজার বই এবং মাধ্যমিক পর্যায়ে হাইস্কুল ও মাদ্রাসা মিলে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬লাখ ৬০হাজার বই বিতরণ করা হয়। খালি হাতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উল্লসিত হয়ে হাসিমুখে বাড়ি ফেরে। সরকার ২০১০ সাল থেকে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু করেন।
টিনিউজ/এফএইস