পাবনার সাঁথিয়ায় সিএন্ডবিতে হামিদ প্লাজার ৩টি কক্ষ ভাংচুর করেছে প্রতি পক্ষের লোকজন। তারা ওই প্লাজার তিনটি কক্ষের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায় সাঁথিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রোববার পুলিশ উভয় পক্ষকে থানায় আসতে বলেন। এতে বাদী পক্ষ হাজির হলেও বিবাদীগণ না এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন হামিদ প্লাজার মালিক মজনু মিয়া।
অভিযোগে জানা যায়, উপজেলার করমজা গ্রামের সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার সিএন্ডবি বাসস্ট্যান্ড এর নিকট একটি দ্বিতল ভবন হামিদ প্লাজা মার্কেটের পাশের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের নাজিমের সাথে। এরই ধারাবাহীকতায় শুক্রবার দুপুরে একই গ্রামের নাজিমের নির্দেশে হারুন,আশরাফ,হাকিম বস,মঞ্জিল খাঁ,শাহআলমসহ দলবল নিয়ে হামলা চালিয়ে হামিদ প্লাজার দ্বিতীয়তলা ও নীচতলার ৩টি কক্ষের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যায়। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় হামিদ প্লাজার মালিক মজনু মিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে রোববার থানায় আসতে বলেন। এতে বাদী পক্ষ থানায় হাজির হলেও বিবাদীগণ থানায় হাজির না হয়ে উল্টো বাদীকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগে জানান হামিদ ভবনের মালিক মজনু মিয়া।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে উভয় পক্ষেকে থানায় ডাকা হয়েছে। যদি আমাদের মাধ্যমে মিমাংসা হয় তবে ভাল, না হলে আদালতের মাধ্যমে যেতে হবে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply