
(বিশেষ প্রতিনিধি)
অনেক জল্পনা-কল্পনা শেষে আগামী ১৮ মার্চ”২০২৩ইং শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন শাখার সম্মেলন। এ উপলক্ষ্যে সরই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন তংচংগ্যাঁকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম’কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ”২০২৩ইং) বিকেলে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুমন তংচংগ্যাঁ অত্র প্রতিবেদক’কে বলেন, সম্মেলনে সরই ইউনিয়ন শাখায় সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ২ জন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম আগামী ১৮ মার্চ সম্মেলন উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা জামাল, সহ-সভাপতি বিজয় আইচ, সাধারণ সম্পাদক ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংক্যহ্লা মার্মা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।
জানা যায়, আগামী ১৮ মার্চ”২০২৩ইং শনিবার সরই ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য্যের পরথেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা ফরম সংগ্রহ করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে গত ১১ ও ১২ মার্চ” ফরম বিতরণ করা হয়। ১৩ মার্চ ফরম জমা ও ১৪ মার্চ যাচাই বাছাই করা হয়। ১৫ মার্চ প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয় ১৬ মার্চ”২০২৩ইং। যাচাই বাছাই শেষে সভাপতি পদে মো. জিয়াউর রহমান, মো মহি উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক পদে মো. খানে আলম ইরফান, মো. মুরাদুল ইসলাম জিসান, মো. ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান, মো. আবু হানিফের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সামনে রেখে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপর উদ্বুদ্ধ করে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় বান্দরবান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ও আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে বলেও জানান প্রার্থীরা।
তবে ভোটাররা বলছেন, যিনি শিক্ষার্থীদের অধিকার আদায় ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং যাকে সুখে-দুঃখে পাবেন, তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও জানান তারা।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সুমন তংচংগ্যাঁ ও সদস্য সচিব মো. ফরিদুল আলম বলেন,
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশক্রমে সরই ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আগামী ১৮ মার্চ”২০২৩ইং শনিবার জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করছি দলীয় নেতারা সঠিক নেতৃত্বই নির্বাচন করবেন।
এতে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন তারা।