সমাজ উন্নয়নে শ্রেষ্ট জয়িতা শাহরিন জাহান ইফতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

ষ্টাফ করসপন্ডেন্ট 
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কক্সবাজার জেলার শ্রেষ্ট ‘জয়িতা’ পুরস্কারে ভুষীত হলেন এপার ও ওপার বাংলা তথা দুই বাংলার জনপ্রিয় রন্ধন শিল্পী, দুই বাংলার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক, রসনা বিলাস বইয়ের সংকলক , অচলায়তনে বন্দী অবহেলিত পিছিয়ে পড়া অর্ধ শিক্ষিত ও শিক্ষিত নারীদের প্রত্যাশা ও প্রতিশ্রুতির ঠিকানা গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জয়িতা শাহরিন জাহান ইফতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক জাতীয় মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে এই পুরুষ্কার প্রদান করেন। নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে, চরম প্রতিকুলতাকে জয় করে একজন নারী নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল থেকে উচ্চ বিত্ত সকল কর্মবীর নারীদেরকে সাথে নিয়ে সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন আজ তারা সফল উদ্যোক্তা হিসেবে।

আজ কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য, কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। এতে কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপিকা শরমিন সিদ্দিকা লিমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা মোঃ নাসিম আহমেদ, কক্সবাজার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত দাশ, বিসিক কক্সবাজার জেলার সহকারী মহা ব্যবস্থাপক রিদুয়ানুর রশিদ সহ বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।