অর্থনীতি

শের এ বাংলা পিচ এওয়ার্ড পুরষ্কার পেলেন উখিয়ার কবির আহমেদ সওদাগর! 

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ৭:০০:১৮ প্রিন্ট সংস্করণ

 

তিনি কক্সবাজার জেলায় একজন সফল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সফলতার শীর্ষে পৌঁছে উখিয়া তথা পুরো জেলার ব্যবসায়ী সমাজের জন্য গৌরব বয়ে এনেছেন আলহাজ্ব কবির আহমদ সওদাগর।

সততা,স্বচ্ছতা, দানশীল, উদারতার বিশালতায় মহান স্রষ্টা তাকে আরও একধাপ মর্যাদার শিখরে নিয়ে গেলেন। তিনি হচ্ছেন কক্সবাজারের সেরা করদাতা জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি, মেসার্স ছয়তারা রাইচ এন্ড ফ্লোর মিল ও মেসার্স ছয়তারা কন্সট্রাকশন -এর সম্মানিত চেয়ারম্যান, এবং উখিয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য আলহাজ্ব কবির আহমদ সওদাগর।

সফল ব্যবসায়ী ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শের-এ-বাংলা পিস অ্যাওয়ার্ড- ২০২২ পুরষ্কারে ভূষিত হয়েছেন।

০৩ নভেম্বর শুক্রবার রাজধানীর সোনারগাওঁ হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরেে কাছ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহন করেন।

আরও খবর

Sponsered content