ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে মামলার স্বাক্ষীকে কু’পিয়ে হ’ত্যা

News Desk
জুন ১০, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মো: খায়রুল ইসলামঃ
নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চক্রদা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে হত্যা করে ফেলে যায় দূর্বৃত্তরা। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অত্র বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং দুই সন্তানের জনক। জানা গেছে, ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ আলম নামের আপন দুই ভাইকে হত্যা করা হয়েছিল। আর ওই হত্যা মামলার সাক্ষী ছিলেন নিহত আহমদুল কবির। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা পরিবারের সদস্যদের। নিহতের ছোট ভাই লেলিন বলেন, রবিবার রাত ১২টার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ (সোমবার) সকালে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পূর্বশ্রæতার জেরেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করারপর জানা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।