এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;
কক্সবাজারের টেকনাফের শামলাপুরের ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৯ রোহিঙ্গা পরিবারের ১৪০ জনকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর বর্ধিত ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।১৩ জুলাই দুপুর সোয়া ১২ টার দিকে তাদের স্থানান্তর শুরু হয় বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারেক।
তিনি জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে ক্যাম্প-২৩ শামলাপুর হতে ২৯ টি রোহিঙ্গা পরিবারের ১৪০ জন উখিয়ার ক্যাম্প-৪ ও ৪ (বর্ধিত) ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের অফিসার ও ফোর্স পরিবার গুলোকে এক জায়গায় সমবেত করাসহ সার্বিক নিরাপত্তা প্রদান করে।
সীমান্তবাংলা / ১৩ জুলাই ২০২১
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।