
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীর ব্যাচ ২০২৩ এর বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১৫ মার্চ) বুধবার দুপুর ১২ টার দিকে এই বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রভাষক শহিদুল ইমলাম সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ আলী ইমাম ইনোকী।
প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম ইনোকী বলেন , তোমার আগামী দিনের ভবিষ্যৎ ৷
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমরা আগামী দিনে দেশ গঠনে নেতৃত্ব দিবে ৷ তোমরা পরীক্ষায় ভালো ফলাফলা করে প্রতিষ্ঠানের সম্মান ও তোমাদের পিতামাতা সম্মান রাখবে এই দোয়া করি।
পরিশেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্য এর বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন , গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ , জাতীয় পার্টির সভাপতি মুক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রহমান, গোহাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাজাহান আলী , দাতা জনাব মোঃ ইমদাদুল হক, আক্কাস আলী, জিনাত জাহান পাতা সহ শিক্ষক – শিক্ষিকা মন্ডলী প্রমুখ।