ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৯
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মুক্তিযোদ্ধা গোলাম হায়দার

Ecare
ডিসেম্বর ১৭, ২০১৯ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডিএমপি নিউজঃ শহীদ মুক্তিযোদ্ধা গোলাম হায়দার ঝিনাইদহ জেলার চুপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃতঃ মৌলভী কুতুবউদ্দিন আহমেদ এবং মাতার নাম হায়াতুন্নেছা। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার প্রথম সন্তান।

শহীদ মুক্তিযোদ্ধা গোলাম হায়দার ঝিনাইদহ প্রাইমারি স্কুল, ঝিনাইদহ মডেল স্কুল ও কে. সি. কলেজ ঝিনাইদাহে শিক্ষাগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে স্ত্রী আলেয়া বেগমকে বিয়ে করেন। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের মৌলিক প্রশিক্ষণ শেষে প্রথম খুলনায় যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এসআই পদে কুষ্টিয়া ডিপিএস ও চুয়াডঙ্গা পুলিশ কোয়ার্টারে কর্মরত ছিলেন।

১০ অক্টোবর ১৯৭১ বিকাল ৪টায় পাঞ্জাবী এসডিও কে মুক্তিবাহিনীর হাতে তুলে দেন। মুক্তিযোদ্ধাদের জন্য গোলাবারুদ সংগ্রহ করে দেওয়া ও তথ্য আদান প্রদান করায় পাকবাহিনী তাকে আটক করেন। পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলার অভ্যন্তরে পাকবাহিনী তাকে হত্যা করেন। তার মরদেহের কোন সন্ধান পাওয়া যায়নি।

মুক্তিযুদ্ধের সময় শহীদের পরিবারের লোকজন প্রথমে সরকারি বাস ভবনে এবং পরে ঝিনাইদহের চুটুলিয়া গ্রামের নিজ বাড়ীতে ছিলেন। খুলনা জেলা পর্যায়ে কয়েকবার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েকবার শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।