ঢাকারবিবার , ২০ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় বন্যহাতি হত্যার ঘঠনায় প্রধান বন সংরক্ষকের অধীনে তদন্ত কমিঠি ঘঠনাস্থলে

News Desk
ডিসেম্বর ২০, ২০২০ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার চাকফিরানী দক্ষিণের ঘোনা বোইন্না বিল নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ও গুলিতে বন্যহাতি নিহতের ঘটনায় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) তদন্ত টীম শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত দলের আসার খবর পেয়ে এলাকার শতশত লোকজন দলের সাথে কথা বলেন এবং লিখিত জবানবন্দি দেন। সিসিএফের তদন্ত টীমের আহবায়ক বন সংরক্ষক ক্রাইম কন্ট্রোলের পরিচালক জহির উদ্দিন আকন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন।

তদন্ত টীমের হারপোলজিস্ট সোহেল রানা জানান, বন্যপ্রাণী হত্যার দায় কেউ এড়াতে পারবে না। এ সময় সাথে ছিলেন সিসিএফ তদন্ত টীমের সদস্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম। চুনতি বন কর্মকর্তা ওবাইদুল্লাহ্, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্মকর্তা মো: মনজুরুল আলম, সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ, হারবাং বিট কর্মকর্তা শাহীনুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী। এদিকে বন্যহাতি হত্যার ঘটনায় নিরীহ মানুষ আসামী হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বন্যহাতি নিহত হওয়ার ঘটনায় বড়হাতিয়া বনবিট কর্মকর্তা আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে।

( সীমান্ত বাংলা/ শা ম/ ২০ ডিসেম্বর ২০২০)

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।