
লোহাগাড়া চট্রগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিভাগের বন রেঞ্জ কার্যালয়ের সামনে হতে বিরল প্রজাতির ১টি সজারু ও ২টি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত ব্যক্তি হলেন- কুমিল্লা জেলার আকুবপুর উপজেলার মুরাদনগর করইবাড়ি গ্রামের বাসিন্দা নোয়ার মিয়ার পুত্র মোঃ এরশাদ।
১০ নভেম্বর”২০২২ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো কক্সবাজার চকরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে ২টি লজ্জাবতী বানর ও ১টি সজারু বানর সহ এক যুবক আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, এই বিরল প্রজাতির প্রাণী গুলো বাসে করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল উপরে উল্লেখিত আসামী। বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। অটককৃত আসামী ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, অর্থদণ্ড অনাদায় আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, আসামীকে জেলহাজতে প্রেরণের জন্য লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়। বিরল প্রজাতির এই প্রাণী গুলো ডুলাহাজরা সাফারি পার্কে প্রেরণের নিমিত্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেনের হেফাজতে দেওয়া হয় বলে জানান তিনি।
অভিযানকালে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, এস আই মোজাম্মেল, চুনতি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন সহ সংগীয় ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।