ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসির সাথে বিএনপির বৈঠক

Ecare
জানুয়ারি ৬, ২০২০ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অাসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং প্রস্তুতসহ প্রার্থীদের যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে বিকেল চারটার পরে শুরু হওয়া বৈঠকে ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন।

বিএনপি’র ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধি দলে আরো আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও বিএনপি যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

জানা গেছে, বৈঠকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য দাবি জানাবেন তারা। এছাড়া বিএনপি প্রার্থীদের যেন হয়রানি করা না হয় সে বিষয়েও নির্বাচন কমিশনের কাছে দাবি তুলে ধরা হবে।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। এছাড়া দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও উত্তর সিটির আবুল কাশেম উপস্থিত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।